মেঘলা চলে যাবে।
এই কথাটা সায়েমের মাথায় ঘুরপাক খাচ্ছে, কিন্তু সে কিছু বলছে না।
সারাদিন ক্লাসে বসে থেকেও কিছুই বুঝতে পারে না। মেঘলার কণ্ঠ যেন ঘুরেফিরে কানে বাজে—
"আমি হয়তো খুব তাড়াতাড়ি চলে যাবো!"
সায়েম জানে, তার এখন কিছু একটা করতে হবে।
কিন্তু সে কি পারবে?
সেদিন সন্ধ্যায়।
ক্যাম্পাসের কফি শপের কোণে বসে আছে মেঘলা।

সায়েম এসে বসতেই মেঘলা বলল—
"কিছু বলবে?"
সায়েম চুপচাপ ওর দিকে তাকিয়ে রইল। অনেক কিছু বলতে চাচ্ছে, কিন্তু মুখ দিয়ে কিছু বের হচ্ছে না।
মেঘলা হেসে বলল—
"তুমি জানো, কিছু অনুভূতি না বললেই ভালো! কারণ বললেই সেটা হারিয়ে যায়…"
সায়েম এবার আর চুপ থাকতে পারল না।
"তুমি যদি চলে যাও, আমি কি আগের মতো থাকতে পারব?"**
মেঘলা কিছুক্ষণ তাকিয়ে রইল।
তারপর বলল—
তুমি আগের মতো থাকো বা না থাকো, আমি চাই তুমি সুখী থাকো!"
সায়েম কিছু বলার আগেই মেঘলা উঠে চলে গেল।
কিন্তু সায়েম জানত, সুখ থাকুক বা না থাকুক— মেঘলা ছাড়া জীবন আর আগের মতো হবে না
পর্ব ৭: ভালোবাসার লড়াই!(শিগগিরই আসছে!)