মেঘলার বিয়ে ঠিক হয়ে গেছে।
সায়েম এই খবরটা শোনার পর একদম স্তব্ধ হয়ে যায়।
সে ভাবতেও পারেনি যে, এত দ্রুত সবকিছু বদলে যাবে।
কিন্তু এখন?
এখন সে কি চুপচাপ সব মেনে নেবে?
না কি কিছু করবে?
সেদিন রাতে।
সায়েম একা একা হাঁটছে রাস্তায়।
মনের মধ্যে একটাই প্রশ্ন—
আমি কি মেঘলাকে ভালোবাসি?"
যদি বাসি, তাহলে এখনো কেন চুপ করে আছি?
হয়তো ভালোবাসার আসল মানে এইটাই—
"যার ভালো চাই, তাকে সুখী দেখতে চাই।"
কিন্তু, মেঘলা কি সুখী থাকবে?
পর্ব ৯: শেষ মুহূর্তের সিদ্ধান্ত (শিগগিরই আসছে!)