সায়েম সিদ্ধান্ত নিয়ে ফেলে।
সে মেঘলাকে শেষবারের মতো দেখতে যাবে।
কিন্তু মেঘলার বাড়ির সামনে গিয়ে দেখে, সবকিছু সাজানো।
আলোর ঝলকানি, বিয়ের গান…
সায়েমের বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে।
সে কি ভেতরে যাবে?
নাকি চুপচাপ ফিরে যাবে?
ঠিক তখনই, হঠাৎ মেঘলা ফোন করে বলল—
"তুমি কি আসবে?"
সায়েমের মাথায় যেন বিস্ফোরণ ঘটে।
এই ফোনকলের মানে কী?
মেঘলা কি চাইছে সে আসুক?
নাকি, এটা শুধুই… বিদায়ের ডাক?
পর্ব ১০: শেষ পাতার অপেক্ষায়
(শিগগিরই আসছে!)