Posts

গল্প

ভয়ংকর সেই দিনগুলো

February 4, 2025

Ranu Akter

120
View

এক রাতের কথা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে মাঝে মধ্যে কুকুর ডাকছে চারিদিক অন্ধকার, হঠাৎ মনে হল কে যেন আমার নাম ধরে ডাকছে কিন্তু বাড়িতে আমি একা ঘড়িতে তাকালাম প্রায় দুটো বাজে এ সময় অবশ্যই বাইরে থেকে কেউ ডাকবে না তাহলে কে? কাজের আন্টি আজ আসেনি এত রাতে ওনার আসার কথা না আমি তাড়াহু করে বিছানা থেকে উঠলাম দরজা খুলে দেখলাম কেউ নেই তারপর ভাবলাম আমার মনের ভুল হবে হয়তো আমি রুমে গিয়ে শুয়ে পড়লাম কিন্তু ঘুম আসছে না কি করব বালিশের নিচে থেকে মোবাইলটা নিলাম ফেসবুকে রিলস স্ক্রল  করতে করতে বুঝলাম অনেক দেরি হয়ে গেছে কিন্তু ঘুম পাচ্ছে না কি করব চিন্তা করতে করতে রান্না ঘরের দিকে গেলাম ক্ষুধা পেয়েছে ফ্রিজটা খুলে দেখলাম ফ্রিজে ফল আমি একটা আপেল নিয়ে কাটা শুরু করলাম আমি আপেল খেয়ে পানি খেয়ে তারপর বিছানায় শুয়ে পড়লাম আমার মনে হচ্ছিল আমার সাথে কেউ যেন শুয়ে আছে আমি আবারো মনে করলাম আমার মনে ভুল হবে হয়তো প্রেশার তার জন্য হয়তো এরকম মনে হচ্ছে আমি আস্তে আস্তে ঘুমিয়ে পড়লাম

Comments

    Please login to post comment. Login

  • Fahim Hasan 10 months ago

    Great! Carry on

  • Ranu Akter 10 months ago

    কেমন লাগলো আপনাদের গল্পটি পড়ে জানাবেন