ছায়া মানুষ (পর্ব ১)
রাত তখন সাড়ে বারোটা। শহরের রাস্তাগুলো ফাঁকা হয়ে গেছে, দোকানের শাটার নামানো, ল্যাম্পপোস্টের আলো ম্লান হয়ে আসছে ধীরে ধীরে। নুহাশ ধোঁয়া ছাড়তে ছাড়তে এক দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে আছে। একটা অদ্ভুত অনুভূতি কাজ করছে তার মধ্যে। যেন কেউ তাকে দেখছে!
কিন্তু এ পথে তো কেউ থাকার কথা নয়।
হঠাৎ পাশের বন্ধ দোকানের কাঁচের জানালায় নিজের প্রতিবিম্ব দেখে চমকে উঠল নুহাশ! কিন্তু... সেটা কি সত্যিই তার প্রতিবিম্ব? নাকি অন্য কেউ?
সে ধীর পায়ে জানালার দিকে এগোল। তার হাত কাঁপছে, শ্বাস ভারী হয়ে এসেছে। ঠিক তখনই পেছন থেকে একটা শীতল কণ্ঠ ভেসে এলো—
"তুমি কি জানো, তুমি কে?"
নুহাশ বিদ্যুৎপৃষ্টের মতো ঘুরে দাঁড়াল।
তার সামনে দাঁড়িয়ে আছে একটা ছায়ামানুষ—অন্ধকারে মিলিয়ে থাকা এক অস্পষ্ট অবয়ব, যার মুখ কিছুতেই দেখা যাচ্ছে না।
(চলবে…)