তুমি কি আসবে আমাদের ধূসর বিকেলের অলস নীরবতায়—
একফোঁটা শিশির হয়ে নেমে আসবে ক্লান্ত ঘাসের বুকে?
নাকি এক ঝলক স্বর্ণাভ রোদ্দুর হয়ে
চোখের পাতায় স্বপ্নের সূর্যোদয় এঁকে দিয়ে মিলিয়ে যাবে?
আমাদের মধ্যবিত্ত জীবনের বিবর্ণ নকশায়,
তুমি কি হবে এক আকস্মিক বর্ষা?
যে ধুয়ে দেবে দেয়ালের গোপন ক্রন্দন,
যে ভাসিয়ে নিয়ে যাবে রাতের জমে থাকা নীরব দীর্ঘশ্বাস?
তুমি কি আসবে?
নিঃসঙ্গ জানালার কুয়াশা-ঢাকা কাচে
একটি নিভু নিভু জোনাকি হয়ে?
নাকি ভোরের আবছায়ায় ঝরে পড়বে
শিউলি ফুলের অলিখিত ঘ্রাণ হয়ে,
যে ছুঁয়ে যাবে হৃদয়ের সুপ্ত ব্যথা?
আর কত অপেক্ষা?
আর কত প্রতীক্ষার রঙিন কুয়াশা?
তুমি কি আসবে—
এক চিলতে রোদ্দুরের ভাষায়,
নীরবতার সুরে,
অভিমানী বাতাসের মৃদু স্পর্শ হয়ে?