থেমে থাকেনা কোন কিছু
যে পদযুগল হারিয়েছে সেও।
থমকে যেতে আসেনি কিছু,
পিছু নিয়েছে যা তাও।
গতি পেয়েছে দ্বিগুন
আগুনে ঝলসে গিয়েছে যে হৃদয়
থেমে থাকে না সেও
দম লেগেছে আরেক দমে
ফুক দিয়েছে আত্নায়, মুখ গহবরে
প্রান দিয়েছে আরেক প্রানে
থমকে থাকেনি কোন কিছু।
ঝরে পড়েছে যে পাতা
থমকে থাকেনি, মচমচে শব্দে গান তুলেছে,
উসখুসে চুলে, তরমুজ বিচি দাতের বুড়ো থমকে থাকনি,
চিড়ুনির দাতে চুলে শান দিয়েছে, আয়নায় দেখেছে বারংবার।
ক্ষুদ্র বাতাসে মশার ঘরে ঝড় লেগেছে
ঘর গড়েছে থমকে থাকেনি।
হারতে আসেনি কেউ,
প্রান দিয়েছে যে সেও করেছে জয়, বাধার অশনি ঢেউ।