না পেয়ে তোমাকে কত যে পেয়েছি
পেলে তা বুঝতাম না,
হয়তো সংসার হতো।
একটি ছেলে আর একটি মেয়ে থাকতো এতোদিনে।
সব পেতাম, শুধু তোমাকেই পাওয়া হত না।
বাবুর স্কুল, মেয়েকে খাওয়ানো
শাশুড়ির পান বেটে দেয়া তুমি
ব্যস্ততার ঘন্টা বাজিয়ে ফিরতে আমার কাছে
না এভাবে পাওয়াকে পাওয়া বলেনা,
এ পাওয়ার চেয়ে না পাওয়া ঢের
হয়তো এতোদিনে চোখে আমার চশমা জুটতো,
মুখের উপরে কাচা-পাকা গোপ
সেদিকে আর খেয়াল থাকতো না,
মন পড়ে আছে তোমার ষোলতে,
তোমার কি আর ষোল থাকতো বল
যদি পেতাম তোমায়।
না পাওয়া তুমি তেমনি আছো,
যেমন দেখেছি শেষবার,
চোখের জলে একাকার।