Posts

কবিতা

জিতেছে সবাই

February 6, 2025

সুকান্ত সোম

17
View

জিতেছে সবাই , জিতছে সবে

হারেনিতো কেউ।

থুরথুরে বুড়োর কাছে

কলার মুছা কিনেছে ,

১ টাকা কম দিয়েছে

জিতে গেছে সেও।

মিষ্টি কিনেছে জলের দামে

দুধ বিকিয়ে জলের সাথে,

যেন ঠগেনিতো কেউ।

তেলের সাথে জল মিশে না

কি হয়েছে তাতে,

এক ছটাক কম দিয়েছি

তাতেই গেছি জিতে।

গাড়ি খানা নষ্ট হল

কলকব্জা খুলে পেড়ে

দুদিন রেখে দিল সেরে

ছেড়া টাকা গুজে দিয়ে

গাড়ি চলল জোরে

কেউ হারেনি কেউ হারেনি

সবাই গেল জিতে

পকেট করে ভারি

কাজ না দেখে

সব হয়েছে ঠিক

দুদিন পরে রাস্তা পারি

হোচট খেয়ে ডাক্তার বাড়ি

জানাই ছেলে ধিক।

ডাক্তার বাবু টাকা গুনে

গান গায় আপন মনে

দুটো টাকা ধরে নিয়ে

ভাবছে যে সেও গেছে জিতে।

ছেলে করে মাদক সেবন

ধরলো পুলিশ নেবে জীবন

ঢালরে টাকা ঢাল

পুলিশ করলো কামাল।

পুলিশ বাবুও জিতে গেল

হারেনিতো সে

পুলিশ বাবুর হয়না বাবু

ছুটলো মাজার পানে

থুর থুরে বুড়ো গুলো

দাত কেলিয়ে হেসে দিল

খেলো আপন মনে ।

ভাবছে তারা জিতসে সবাই

হারেনিতো কেউ

কবরে যে শুয়ে আছে

জিতে গেছে সেও।


 

Comments

    Please login to post comment. Login