Posts

চিন্তা

ধর্ম দিয়ে রাজনীতি হয় না কেন?

February 6, 2025

মুহাম্মদ নাহিদ হাসান

44
View

ধর্ম দিয়ে রাজনীতি হয় না কেন?

পারছেন রাজনীতিতে ধর্মের বিষয় নিয়ে

আপনি মনে করতে পারেন রাজনীতি হয়তো ধর্মের দ্বারা পরিচালিত হয়। কিন্তু বাস্তবতা এর পরিপন্থী । শুধুমাত্র জাতীয় স্বার্থের লোভে কোনো দেশ যেখানে দেশের সাথে সম্পর্ক রাখে । এইরকম উদাহরণ পৃথিবীতে অনেক রয়েছে।

ইজরাইল এবং জার্মানি

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান শাসক হিটলার দ্বারা পরিচালিত হয় পৃথিবীর সবচেয়ে বড় ইহুদি গণহত্যা ।এই গণহত্যায় পায় ৬০ লক্ষ্য ইহুদীদের  হত্যা করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ এবং ইহুদীরা অন্যন্ত সুকৌশলে দখল করে ফিলিস্তিনি এবং প্রতিষ্ঠিত করে বিশ্বের একমাত্র ইহুদি দেশ ইজরায়েল। তো হিটলার যেহেতু অনেক ইহুদী হত্যা করেছে তাহলে জার্মানির সাথে ইজরায়েলের সম্পর্ক অনেক খারাপ হওয়ায় কথা। কিন্তু বাস্তবে ইজরায়েলের সাথে জার্মানির সম্পর্ক স্বাভাবিক।


পাকিস্তান এবং আফগানিস্তান

রাজনীতিতে যে ধর্ম কোন বিষয় না তার অনন্য একটি উদাহরণ হলো পাকিস্তান-আফগানিস্তান। দেশ দুটি ধর্মের দিক থেকে মুসলিম প্রধান রাষ্ট্র হলেও দু'দেশের মধ্যে সম্পর্ক অত্যন্ত অস্বাভাবিক।

ইরান এবং সৌদি আর

মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী রাষ্ট্র হলো ইরান। কিন্তু এই দেশটির সাথে সৌদি আরবের সম্পর্ক অত্যন্ত অস্বাভাবিক। ধর্মীয় দিক থেকে ইরান শিয়া প্রধান মুসলিম রাষ্ট্র এবং সৌদি আরব হলো সুন্নি প্রধান মুসলিম রাষ্ট্র।
আর এই পার্থক্যটা প্রায় রাজনৈতিক উদ্দেশ্য ব্যবহার করা হয়।

Comments

    Please login to post comment. Login