সময়—এক উন্মাদ সন্ন্যাসী,
অস্থির বাতাসে ছড়ায় ভাঙা স্বপ্নের ভস্ম।
পাখির ডানায় দগ্ধ রোদের শোক,
পাংশু পালক বয়ে চলে দিগন্তের শূন্যতায়।
শুধু শিশিরের টলমল কণায়
জীবন বুনতে চায় ক্লান্ত মূল্যবোধ,
কিন্তু সময়ের কৃপণ মাটি
তৃষ্ণা মেটায় না বীজের।
পরাজয়ের নীরব পাহারায়
বয়ে চলে ছিন্নভিন্ন মুহূর্তের স্রোত,
অস্থিরতার বিষাদে ডুবে থাকে দিগন্ত।
এভাবেই সময়ের কালো ছায়ায়
আমরা জন্মাই, পল্লবে পল্লবে বিকশিত হই,
তারপর ঝরে যাই, ধূলোর মিছিলে—
নীরব, নিঃশেষ, অসীমের গভীরে।