নির্বাক যাত্রা
-শামীম খান
শেষ যাত্রার টিকিট কেটে
সময়ের জাল যায় কখন কেটে
তুমিও যাবে আমিও যাবো
চিরনিদ্রায় শুয়ে যাবো।
ঘুম জাগিয়া উঠতে হবে
শেষ বিচারে পরতে হবে,
ভালো-মন্দের মাপ হবে
ভালো ফলে স্বর্গে যাবে
আনন্দ-সুখ গিলে খাবে।
মন্দ ফলে নরগে যাবে
খারাপ কাজের শাস্তি পাবে
দুঃস্বপ্ন সব সত্যি হবে
চোখের পানি শুখিয়ে রবে,
দিন থাকিতে তার মূল্য বুঝো
জানা আমল কর্মে রাখো।