নিজের বলে কিছু নাই
এই জগত সংসার সবই তোমার; কারো নামে বরাদ্দ নাই;
দেহ খানা দিয়েছো, আমি শুধু থাকতে পাই।
নিজের বলে কিছু নাই, নিজের বলে কিছু নাই।২
ধনসম্পদ টাকা পয়সা, আমি শুধু জিম্মাদার;
খালি হাতে এসেছি, খালি হাতেই হবো পার।২
মাঝখানেতে ছোট্ট জীবন, মনের দুঃখ কারে কই।ঐ
ছেলেমেয়ে ভাই-বেরাদার, সবাই শুধু যার যার;
চোখ বুঝলেই আন্ধার, কেউ হবে না সঙ্গী তোমার।২
মাঝখানেতে ছোট্ট জীবন, মনের দুঃখ কারে কই।ঐ
কত সুন্দর বাড়ি, কত সুন্দর ঘর;
মরে গেলে সবাই সমান, শুধুই মাটির কবর।২
মাঝখানেতে ছোট্ট জীবন, মনের দুঃখ কারে কই।ঐ