Posts

কবিতা

আংগিকের ভাঁজে

February 7, 2025

মোঃ আব্দুল আউয়াল

Original Author অধ্যক্ষ এমএ আউয়াল

242
View

আকাশের ডানায় শব্দ জড়িয়ে  
একটা ভাষা জন্ম নেয়—  
বাতাসের শিরায়,  
পাথরের শীলে,  
নদীর প্রবাহে—  
তার ছন্দ বাজে!  

আমি শব্দকে ধরি,  
তাকে ভাঁজ করি—  
কখনো সে লাল  
কখনো নীল,  
কখনো অন্ধকারের গভীর শিহরণ,  
কখনো আলোর দীপ্তি।

শব্দ থেকে জন্ম নেয়  
একটা মুখ,  
একটা চোখ,  
একটা মায়াবী ছায়া—  
যে আমার কবিতা হয়ে ওঠে,  
শরীরে, প্রাণে,  
আংগিকের প্রতিটি ভাঁজে।
০৭/০২/২৫ ইং
 

Comments