অব্যবহিত
মানুষ জীবনে কখনো অজানা অব্যবহিত চলে আসে। ছোয়া দেশের সনামধন্য একটি কোম্পানিতে ম্যানেজার পদে চাকুরির করছে। প্রতিদিন সকালে ৭ টায় অফিসের গাড়িতে বেড়িয়ে পড়ে আর রাত ৮ টায় বাসায় ফিরে আসে। সবার কাছে সে অনেক প্রিয়, কারণ সে অনেক টাকা মাইনে পায়। পরিবারের সবাই তাকে চোখের মণি করে রাখে। দেখতেও যেমনি সুন্দর তেমনি তার ব্যবহার। পরিবার সমাজ সকলের কাছে তার গ্রহনযোগ্যতা অনেক বেশি। প্রতি নিয়ত তার বাড়িতে বিয়ের আলোচনা আসে, তার সবাই মজাই পায়। আলোচনা যেন সবার কাছে একটা বিনোদনের বিষয়, কোনটা ঠিক আর কোন টা ভূল ভাবতে ভাবতে পরিবারের চলে যাচ্ছে। এক দিন তার পরিবারের এই বিনোদনের অবসান ঘটিয়ে সঠিক সিদ্ধান্ত নিল ছোয়া কে তারা বিয়ে দিবে।