লিখতে গিয়েছি যতদিন-
প্রেয়সির রূপ নিয়ে জমকালো গান-
কি এক ম্যাজিকে সেটা হলো প্রতিবার
মিছিলে শহীদ হওয়া মৃতের আযান!
শুধু চামড়ার আবরণে লজ্জা ঢেকে
মানচিত্রে শুয়ে থাকা কঙ্কাল
সুপারশপের সব পনিরের টিন
দেখে ভাবে মোহনীয় প্রেমিকার গাল!
তারপর রাত নামে, ঘুমিয়ে পড়ে
পৃথিবীর সবগুলো মৃত মতবাদ।
ওদের চোখেও নামে ক্লান্তির ঘুম,
একদা যে চোখে হত স্বপ্ন আবাদ।
এখানে এখন আর ঈশ্বর নেই,
কবেই অচল হলো ইন্দ্রের যান
মজলুম হৃদয়েল মিম্বর থেকে আসে-
মিছিলে শহীদ হওয়া মৃতের আযান।