পোস্টস

গল্প

মেয়েটা বেঁচে যাবে (প্রিমিয়াম)

১৮ মে ২০২৪

প্রশান্ত মৃধা

এই সময়ে মেয়েটার ঘর থেকে হাসির শব্দ আসে। চুড়ির শব্দ আসে, এলোমেলো... আমার মনে পড়ে, আমাদের সঙ্গে যুদ্ধে শহিদ গার্লস কলেজের ফিজিক্সের স্যার খালেদ রশিদের বন্ধুর লেখা একটা গল্পের কথা... ১৯৭২-এর ১৬ ডিসেম্বর কলেজ থেকে আমাদের যে সংকলন বের হয় তাতে ওই গল্পটা রিপ্রিন্ট করেছিল মোশাররফ। সেখানেই গল্পটা আমি প্রথম পড়ি। সেই গল্পে অভাবে বাপ তার মেয়ের ঘরে ২ ছেলেকে পাঠিয়ে তাদের একজনের সঙ্গে বসে গল্প করছিল আর কেঁদে কেঁদে বাড়ির সামনে লাগানো করবী গাছের কথা বলেছিল, করবী ফুলের বিচির কথা বলেছিল, করবীর ফুলের বিচিতে নাকি চমৎকার বিষ হয়... আমার চোখে জল আসে...

এটি একটি প্রিমিয়াম পোস্ট।