Posts

কবিতা

প্রবোধ

February 8, 2025

Nafis Istiak Emon

Original Author নাফিস ইসতিয়াক ইমন

14
View

আমার কান্নারা কন্ঠের কাছে এসে বস্তাবন্দী বরফের মত জমে গেছে।

আমি কবিতা লিখতে চাচ্ছি একটা মানুষের জন্য-

যিনি এইমাত্র তাঁর নিষ্পাপ তিনটি শিশু এবং পাজরের হাড় থেকে সৃষ্ট

প্রিয়তমা স্ত্রীর মৃত্যুসংবাদ শুনলেন।

আমি এমন একটা কবিতা লিখতে চাচ্ছি-

যা পড়ে সেই মানুষটা ডুকরে কেঁদে উঠতে পারবেন।

কবিতাটা লিখতে পারছি না কারণ 

অদ্ভুতভাবে আমার আঙুলগুলো কেঁপে উঠছে।

আবেগের আতিশয্যে

কিবোর্ডে ঠিকঠাক চাপ প্রয়োগ করতে পারছি না।

চাপ প্রয়োগের কথায় মনে পড়ল, 

নপুংসক নেতারা এখনও চাপ প্রয়োগ করে যাচ্ছেন...অবশ্যই শান্তি আসবে পৃথিবীতে, সবুর করো, ক্ষান্ত হও।

মাইক্রোসফট ওয়ার্ডের নীল সাদা পৃষ্ঠাগুলো দ্রুত ভরিয়ে ফেলে টাইপিং মিসটেক।

আমি ব্যাকস্পেস চেপে সেসব মুছে দিতে থাকি অভ্যাসবশত।

আফসোস! আমার আঙুলগুলো নিশপিশ করে উঠে

ভূমধ্যসাগর পারের খঞ্জরাকৃতির মানচিত্র থেকে নীল সাদা রঙের পতাকাও মুছে দেওয়ার মহৎ কাজটি করার জন্য।আমি পারি না।

নিজেকে বুঝাতে থাকি, ক্ষান্ত হও।সময় হয়নি।

নেতারা চাপ প্রয়োগ করে যাচ্ছেন।তুমিও কিবোর্ডে চাপ দিতে থাকো।

Comments

    Please login to post comment. Login