Posts

গল্প

প্রথমে দাঁড়িয়ে ছিলাম

February 8, 2025

Mr. Triple M

92
View

একদিন একটি গ্রামের মানুষ বাজারে গেল। বাজারে গিয়ে সে একটা দোকানে ঢুকে বলল, "ভাই, একটা মজার জোক্স শুনাও তো!"

দোকানদার কিছুক্ষণ চিন্তা করে বলল, "একটা ছেলে তার মায়ের কাছে গিয়ে বলল, 'মা, আমি স্কুলে পরীক্ষা দিয়েছি।' মা বললেন, 'তাহলে কি হয়েছিল?' ছেলে বলল, 'মা, আমি প্রথম হয়েছি!' মা খুশি হয়ে বললেন, 'অতথা কীভাবে? তুমি তো কখনোই প্রথম হতে পার না!' ছেলে বলল, 'মা, আমি প্রথমে দাঁড়িয়ে ছিলাম, তাই প্রথম হয়েছি!'"

মানুষটি হাসতে হাসতে দোকান থেকে বের হয়ে গেল, আর বলল, "ঠিক আছে, এক কাজ করো, তোমার দোকানে মজা আর হাসি দুটোই পাবো!"

Comments