Posts

নিউজ

একুশে বইমেলার ৮ম দিনে এলো শতাধিক নতুন বই

February 8, 2025

নিউজ ফ্যাক্টরি

30
View

একুশে বইমেলার ৮ম দিনে ১০২টি নতুন বই এসেছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) বাংলা একাডেমির জনসংযোগ বিভাগ এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

শনিবার একুশে বইমেলার অষ্টম দিন ছিল। এদিন দুপুর ২টায় মেলা শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত চলে। এদিন মেলায় বিভিন্ন ক্যাটাগরির ১০২টি নতুন বই এসেছে। এর মধ্যে কবিতার বই রয়েছে ২৯টি, উপন্যাস ১৯টি, গল্প ১৬টি, প্রবন্ধ ৬টি, ধর্মীয় ৪টি ও জীবনী ও মুক্তিযুদ্ধ ৩টি করে এবং রাজনীতি, ছড়া ও ভ্রমণ ২টি করে, বিজ্ঞান, সায়েন্স ফিকশন, অনুবাদ, ইতিহাস ১টি করে এবং অন্যান্য ১৫টি বই এসেছে।    

শিশু-কিশোর সংগীত প্রতিযোগিতা অমর একুশে উদযাপনের অংশ হিসেবে শনিবার সকাল সাড়ে ৯টায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে শিশু-কিশোর সংগীত প্রতিযোগিতার প্রাথমিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ক-শাখায় ৩৪ জন, খ-শাখায় ৬৬ জন এবং গ-শাখায় ৩৯ জন। সর্বমোট ১৩৯ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। 

বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘একজন মোহাম্মদ হারুন-উর-রশিদ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রবন্ধ উপস্থাপন করেন রফিক-উম-মুনীর চৌধুরী। আলোচনায় অংশগ্রহণ করেন আবদুস সেলিম এবং মোহাম্মদ হারুন রশিদ। সভাপতিত্ব করেন খালিকুজ্জামান ইলিয়াস।

লেখক বলছি মঞ্চে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন, কবি ও প্রাবন্ধিক মজিদ মাহমুদ এবং কবি জব্বার আল নাইম। সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃতি করেন, কবি ফরিদ সাইদ এবং কবি প্রদীপ মিত্র। আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী কামাল মিনা এবং ফারহানা পারভীন হক তৃণা। 

Comments

    Please login to post comment. Login