কত বছর পেরিয়ে গেলে অবনী ধুসর হবে তুমি,
পৃথিবী টা গোল, কত বানী কত কথা
কত আগুন্তকের মেল বন্ধন আচানক ঘটে গেল
অথচ আর দেখা হল না তোমার সাথে
শেষ বার যখন দেখেছিলাম তোমাকে অন্যকারো পাশে যাচ্ছো হেটে
মোচড় দিয়েছিল বুকের বা পাশে,
সান্ত্বনা খুজে ছিলাম, দেখে তো নিলাম এক পলক
এই তো কয়েক দিনের খোরাক পেলাম শ্বাস নেয়ার।
সেই শেষবার দেখলাম, এই দেখাটাকে কত খন্ড করে তুলে রাখতে হবে জানতাম না,
ভেবেছিলাম আবার দেখা হবে, ছিন্ন করে রাখেনি তাই,
তবুও ফ্ল্যাশ ব্যাকে গিয়ে চোখ বন্ধ করলেই সে দৃশ্য ভেসে ওঠে আর বা পাশটাই মোচড় দিয়ে ওঠে।
চোখের তার নষ্ট হবার যোগার, কল্পনার বিভ্রম বিট্রয়করে
সিগারেটের অল্প ধোয়ায় তোমাকে দেখা যায়না, চেইন স্মোকার হয়ছে, হয়েছি চেইন ফেসবুকার।
তোমাকে আরেকটি বার দেখার আশায়, আরেক খন্ড দেখে আরো কিছুদিন শ্বাসের খোরাকের আশায়, কত টা পথ হেটেছি।
আর কতটা পথ হাটলে অবনী তুমি ধুসর হবে।
স্টেশনে বসার বেঞ্চটা ভেঙ্গে দিয়েছে,
ওরা বেঞ্চ ভাঙ্গেনি আমার মনকে ভেঙ্গেছে হাতুড়ি দিয়ে
ওখানে বসে নতুন উদ্যামে বসতাম তোমাকে দেখার আশায়, মনে হয় ওরা তোমার মুর্তি ভেঙ্গে দিয়েছে আমার প্রেমের দেবী কে ভেঙ্গে দিয়েছে।
যদিও নতুন করে গড়ে দিয়েছে, নতুন কোন আশিক হয়তো বসে।
নতুন অবনীর অপেক্ষায়,
আর কত দিন গেলে তুমি ধুসর হবে, অবনী।