চলতি বছরের ক্লার্ক ফিকশন প্রাইজ জিতেছেন ফিলিস্তিনি বংশোদ্ভূত ব্রিটিশ লেখক ইসাবেলা হাম্মাদ। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম সাহিত্য পুরস্কারগুলোর মধ্যে একটি। ব্যতিক্রমী কোনো উপন্যাসকে প্রতি বছর এই পুরস্কারটি দেওয়া হয়।
'এন্টার ঘোস্ট' উপন্যাসের জন্য তিনি এই পুরস্কার পেলেন। উপন্যাসটিতে লন্ডনে বাস করা সোনিয়া নাসির নামের ফিলিস্তিনি বংশোদ্ভূত এক অভিনেত্রীর তার মাতৃভূমিতে ফিরে আসার জটিল চিত্র তুলে ধরা হয়েছে। এটি ২০২৩ সালের এপ্রিলে প্রকাশিত হয়। নিউইয়র্ক টাইমস এবং ওয়াশিংটন পোস্ট বইটিকে সে বছরের উল্লেখযোগ্য উপন্যাসের তালিকায় রেখেছিল।
এন্টার ঘোস্ট ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় সাহিত্য পুরস্কার অ্যাস্পেন ওয়ার্ডস লিটারারি প্রাইজ জিতেছিল। এছাড়া যুক্তরাজ্যের বার্ষিক সাহিত্য পুরস্কার উইমেন্স প্রাইজ ফর ফিকশনের সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছিল।
উল্লেখ্য, টেক্সাস স্টেট ইউনিভার্সিটির ইংরেজি বিভাগ থেকে প্রতি বছর ক্লার্ক ফিকশন প্রাইজ দেওয়া হয়। এটি ২০১৬ সাল থেকে চালু হয়েছে। পুরস্কার হিসেবে বিজয়ী লেখককে ২৫ হাজার মার্কিন ডলার দেওয়া হয়। এর আগে ‘দ্য আন্ডারগ্রাউন্ড রেলরোড’ এর জন্য কলসন হোয়াইটহেড, ‘দ্য ট্রিজ’ এর জন্য পার্সিভাল এভারেট এবং ‘দ্য হন্টিং অব হাজি হোতাক’ এর জন্য জামিল জান কোচাই এই পুরস্কার পান।
সূত্র: কিরকাস