প্রেমিক মনে কে ডাকে
চলে এসো যুদ্ধ জিতে
সবার শেষে আদিম বেশে
কৃষি শ্রমিক বাংলাদেশে
আমরা খুঁজি ইউরোপে।
তাহার বুকেই আদিম ভাষা
যন্ত্রণারা অধিক আশা।
ভাবনা ভুলেই প্রচিন দশা
রবিন্দ্রনাথরে শূলে বসা।
খেতের আনাজ
ঘরে আসুক —
প্রেমিকারে ভালবাসুক
কৃষি কাজ সবাই শিখুক
ধানের খেতে মাছ পালুক
মাছের মন কেহ খুঁজে?
প্রতিদিনে খেয়ে খেয়ে?
রবীন্দ্রনাথ আদিম ঘরে
প্রচ্য প্রাচীন বাংলাদেশেই।
বিদেশ কেবল তাহার মন
মুজতবা আলীর শবনম
তবুও বলব না
নেই। আদিম উত্তাপ
একটা কেন্দ্র
একটা নদী। একটা জীবন।
এবং তীব্র চেতনা
কবি মন।
তরঙ্গ নয় কেহর ভাষা
রাজনীতির আদিম নেশা
অস্ত্র বুঝে ব্রীটিশ সাজা
মন্ত্র নয় রে আদিম নেশা।
ছলচাতুরীর নিরব থাকা
বিপ্লবী নয় তো
মায়ের ভাষা, অধিকারে কাছে থাকা
প্রেম দিয়ে নতুন সাজা।
ফিরে আসুক দিবানিশি
উষ্ণ প্রেমে কাছে আসি
ডাকো আমায় দিবানিশি
বনভূমি তৃষ্ণা খুঁজি
তুমি আমার নতুন ভূমি।
ফিরে এসো তীব্র তরী নতুন
করে ছন্দ সাজি
অচেনা রবীন্দ্রনাথে
দেখতে হবে না আদিম তারে
কৃষি শ্রমীক ছাত্রধারী
নতুন তরী নতুন তরী।
কল্পনায় বাহাদুরি
যন্ত্র নয়রে আবিষ্কারি
তল্পিতল্পা আদিম ছবি
যন্ত্রণারে নতুন তুমি।
সম্পর্ক বাহাদুরি
এলিট শ্রেণী অস্ত্রধারী
যোদ্ধা হয়েও কলম ধরি
সবই আমার বাহাদুরি
দেশমাতার এই পুরান ভূমি
বাংলাদেশী। বাংলাদেশী।