কবিতা না লিখে কখনো থাকিনি।
থাকবো না কবিতা লিখেই।
বিনে পয়সার খই
কবিতা'জ'কাল সবাই লিখে
বিনে পয়সার শখ এই কবিতা।
বিষন্ন মনে ভুল থেকে এখানে
বড় বড় আয়োজন
অরণ্যরোদনে কোন কিছু না বলে
কিছু একটা বলে ফেলা।
মানুষের কথা মানুষের হৃদয়
যোগাযোগে হীন যোগাযোগ
মুখোমুখি নিরবতা
ক্লান্তি ছলনা, এক ঘুয়ে বর্ণনা
কবিতার মতো হয় কি না হয়
জানি না।
তবুও নদী আর ঘাস ভরা বর্ষায়
মুখ ভেসে থাকা প্রতিমার মতো
এক হয়তো একই
প্রতিভার আবিষ্কার কবিতা
যৌবন ক্ষয় হওয়া পথিকের
নেই প্রেম নেই গান
ক্ষনিকের শব্দ মানুষ
কীটপতঙ্গের নীরব ভাষা
পোকাগুলোর উড়তে থাকা
বিষন্ন পৃথিবীর পর
উন্মাদনা ক্লান্তি অপেক্ষার প্রহর
কেউ আসবে না
কুকুরের মতো পৃথিবীতে
আরেকবার মানুষের
আরেকবার সত্যের
আরেকবার প্রেমে।