Posts

নিউজ

বইমেলায় ভ্রাম্যমাণ লাইব্রেরির আদলে বিশ্বসাহিত্য সাহিত্য কেন্দ্রের স্টল

February 10, 2025

নিউজ ফ্যাক্টরি

26
View

চলতি বছরের একুশে বইমেলায় বিশ্বসাহিত্য কেন্দ্র ভ্রাম্যমাণ লাইব্রেরির আদলে নিজেদের স্টল বানিয়েছে। প্রতিষ্ঠানটি ২৫ বছর ধরে ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পের মাধ্যমে বাসে করে দেশজুড়ে পাঠকদের কাছে প্রতিদিন বই সরবরাহ করে আসছিল। তবে চলতি বছরের শুরু থেকেই এই কার্যক্রমটি বন্ধ হয়ে যায়। 

বইমেলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের স্টলে বইপ্রেমীদের জটলা দেখা যায়। তাদের বেশিরভাগই পথঘাটে ভ্রাম্যমাণ লাইব্রেরির বাস না দেখতে পেয়ে আক্ষেপ করেন। একজন পাঠক জানালেন, এবারের একুশে বইমেলায় ভ্রাম্যমাণ লাইব্রেরির আদলে করা এই স্টলটি দেখে অনেক স্মৃতি মনে পড়ছে তার। তিনি স্কুলে পড়ার সময় থেকেই ভ্রাম্যমাণ লাইব্রেরির গাড়ি থেকে বই নিয়ে পড়তেন।      

উল্লেখ্য, ১৯৯৯ সাল থেকে ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পটি চালিয়ে আসছিল বিশ্বসাহিত্য কেন্দ্র। কিন্তু এ বছরের ১ জানুয়ারি থেকে এই কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। তবে ফেব্রুয়ারি থেকে প্রকল্পটি চালু করার কথা থাকলেও সরকারী অর্থ না পাওয়ায় সেটি চালু করা যায়নি।   

এদিকে কেন্দ্রের পরিচালক শামীম আল মামুন জানান, বিশ্বসাহিত্য কেন্দ্রের আবেদনের ফলে সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কার্যক্রমটি চলমান রাখার ব্যাপারে সম্মত হয়েছিল। প্রকল্পটি চূড়ান্ত অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে প্রস্তাব পাঠানো হয়েছে। বাকি কাজ শেষ হতে আরও কিছুদিন সময় প্রয়োজন হবে বলে ধারণা করা হচ্ছে।

Comments

    Please login to post comment. Login