তোমার চোখে ভাসে এক অমরাবতী,
আমার হৃদয় সেখানে হারায় পথভ্রষ্ট ভ্রমরটি।
ঝরাপাতার মর্মর ধ্বনিতে জাগে বাণী,
তবুও নীরব তুমি—কেন অচেনা এই রাণী?
মেঘের আঁচলে লুকিয়ে থাকা চাঁদ যেমন,
তোমার হাসিতে লেগে থাকে অজানা যত গন্ধ।
বৃষ্টিভেজা পালকের মতন নরম তোমার স্পর্শ,
হৃদয়ের নদীতে জোয়ার আসে বারোমাস।
আমি লিখি তোমার নাম রাতের তারার আঁধারে,
মাটির গন্ধমাখা হাওয়ায় ভাসে স্বপ্নের কারাগারে।
তুমি যদি ফিরে চাও, বাঁধ ভাঙে হৃদয়ের বান,
এই তো ভালোবাসা—একটি নাম, একটি অসমাপ্ত গান।
তোমার ছায়ায় মিশে থাকি চিরকালের মত,
ফাল্গুনের বাতাসে জ্বলে অগ্নিশিখা অহরত।
জানি না কোথায় যাবে আমাদের এই যাত্রা,
তবুও তোমার হাতেই জড়িয়ে আছে সকল ব্যর্থতা।