Posts

কবিতা

যৌননীতির প্রভাব

February 11, 2025

Rocky Meraz

Original Author মোহাম্মদ রকি মেরাজ

39
View

হঠাৎ রাজনীতির আবির্ভাব সামাজিক চাপে 
সব ঘাস মরে যায় পাতারা ঝড়ে যায় 
লতা গুলো নেতিয়ে এলে —
বিলুপ্তির কথা মনে পড়ে।

পাথর থেকে প্রেমের সূচনা 
শিলালিপির ভাষা 
খন্ড খন্ড কবিতা — জীবনের আকাঙ্খা।

প্রেমের পরেই সমস্ত আকাঙ্খা 
শরীরের উপর শরীর 
শুকনো ঘষার তেজ 
আগুনের মত জ্বলে ওঠে।

হেঁটে যায় গভীর উন্মাদনা  
আমাদের চোখ স্তনের দিকে তাকিয়ে থাকে  
নাভী মূলে রক্ত জবার কুচকুচে শরীর 

আলাতা রাঙা পায়ের ইষৎ লোম 

যুক্ত ভ্রুযুগল, গুলোমুলো গাল 

আর বাহারি রঙের ঠোঁট 
এযুগের যৌনতৃপ্তি।

নারীর ছবি — ভিডিও গ্রাফি
জিবে জল আনা থলথলে পেট 

শরীর ও চুলের গন্ধ 
কল্পনাপ্রসূত যৌন সম্পর্কের স্পষ্ট প্রবণতা।

যৌবন নিয়ে জেগে থাকার পর
তাকিয়ে দেখি 
আধুনিক বিশ্বের বড় বড় স্তন — 

ঝুলে আছে নাভীর ওপরে 

তাদের মুখের অভিব্যাক্তি — যৌন আবেগ 
তৃতীয় বিশ্বের যোনীপথ ও নগ্ন শরীর।

Comments

    Please login to post comment. Login