Posts

কবিতা

শুধু তোমারই

February 11, 2025

GSB Enterprise

119
View

রঙিন প্রেমের পাতায়,

 তোমার নাম লিখি আমায়,

 হৃদয়ের গভীরে ঢেকে রাখি, 

এই ভালোবাসা শুধু তোমারই মাঝে।

কোকিলের ডাকে জাগে প্রভাত,

 তোমার স্মৃতি মনে আসে সব সময়, 

চাঁদের আলোয় রাত জাগে,

 তোমার জন্যে এই প্রেমের গান গাওয়াই।

হাজারো ফুলের মাঝে, 

তুমিই সবচেয়ে সুন্দর, 

হাজারো তারার মাঝে,

 তুমিই সবচেয়ে উজ্জ্বল।

এই ভালোবাসা সারাজীবন ধরে,

 তোমারই হবে, শুধু তোমারই ।

Comments

    Please login to post comment. Login