তোমার ছোঁয়ায় জেগে ওঠে এই মন,
হৃদয়ে বাজে অজানা এক সুর।
তুমি ছাড়া এ জীবন, শূন্য এ ভুবন,
তোমায় নিয়ে স্বপ্ন দেখি, চোখে জমে নূর।
তোমার হাসিতে ফোটে ফুল,
তোমার চোখে ভেসে যায় আকাশ।
তোমার কথা শুনলে মনে হয়,
এই পৃথিবী শুধু তোমারই আশ্বাস।
কত দিন কেটে গেল, তবুও মনে হয়,
তোমার সাথে কাটানো সময় কম।
তুমি যে আমার জীবনের আলো,
তোমায় ছাড়া অন্ধকার এ ঘর।
তোমার কথা ভাবলে আজও,
হৃদয়ে জাগে এক অদ্ভুত ব্যথা।
তুমি যে আমার সবচেয়ে কাছের মানুষ,
তোমায় ছাড়া এ জীবন, শুধুই বৃথা।
তোমার স্মৃতি জড়িয়ে আছে,
প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি পলে।
তুমি ছাড়া এ জীবন, শুধুই একাকী,
তোমায় নিয়ে বেঁচে থাকি, এই তো বলে।