Posts

গল্প

দ্য মিস্ট্রি অফ ওয়ালেট

February 11, 2025

GAMING HACKER

25
View

গল্প: দ্য মিস্ট্রি অফ ওয়ালেট।
লেখক: আবুবকর

গত সপ্তাহে আমি আমার বন্ধুর সাথে স্কুলে যাচ্ছিলাম। তখন আমি রাস্তায় একটি মানিব্যাগ পড়ে থাকতে দেখি। মানিব্যাগটি পড়ে থাকতে দেখে আমি একটু অবাক হই। তখন আমি আমার বন্ধুকেও মানিব্যাটি দেখাই। তখন আমি কৌতুহলী হয়ে মানিব্যাগটি উঠাই। কিন্তু, আমার বন্ধু মানিব্যাগটি ওঠাতে নিষেধ করছিল। তবুও, আমি মানিব্যাগটি উঠাই। তারপর, আমি ও আমার বন্ধু মানিব্যাগটি খুলে দেখি। সেখানে দেখতে পাই, মানিব্যাগটির মালিকের নাম মোঃ সবুজ হোসেন, কিছু টাকা এবং কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস। ডকুমেন্টস গুলো বেশি একটা পুরনো না অনেকটা নতুনই বলা যায়। আমি আমার বন্ধুকে বললাম, 'চল আমরা মানিব্যাগটি থানায় দিয়ে আসি। তখন যার মানিব্যাগ সে এসে নিয়ে যাবে।' আমার কথাটি শুনে আমার বন্ধু একটু রাগান্বিত কন্ঠে বলল, 'না, এখন থানায় যাওয়া লাগবে না। আর থানায় গেলে আরো সমস্যা হতে পারে। বরং, আমরা এখানে কিছুক্ষণ দাঁড়াই। যার মানিব্যাগ সে যদি মানিব্যাগটি খুঁজতে আসে, তাহলে আমরা তাকে মানিব্যাগটি দিয়ে দেব।' তখন আমি আমার বন্ধুর কথায় সম্মতি জানিয়ে বলি, 'আচ্ছা, ঠিক আছে। আমরা এখানে কিছুক্ষণ দাঁড়াই। কেউ খুঁজতে আসলে তাকে আমরা মানিব্যাগটি দিয়ে দেব।' তবে কিছুক্ষণ পরও কেউ খুঁজতে এলো না। আমরা তারপর অন্যান্য মানুষকেও জিজ্ঞাসা করলাম, কারো মানিব্যাগ হারিয়েছে কিনা? কিন্তু সবাই বলল, তাদের কারো মানিব্যাগ হারায়নি। তখন আমরা একটু চিন্তায় পড়ে যাই। আমরা ভাবতে থাকি, এখন কি করা যায়? তারপর আমরা ঠিক করলাম যে, এই মানিব্যাগটি থানায় দিয়ে আসব। ঠিক যেই ভাবা সেই কাজ। থানায় গিয়ে আমরা সেখানকার পুলিশদের এই মানিব্যাগটি দেখাই। তারা এই মানিব্যাগটি দেখে অবাক হয়ে যায়। তারা আমাদের বলল, 'এই মানিব্যাগটি তোমরা কোথায় পেয়েছো?' আমরা উত্তরে বললাম, 'এই মানিব্যাগটা আমরা আমাদের স্কুলের সামনে পেয়েছি।' তখন তারা বলল, 'এই মানিব্যাগটি একটা মৃত ব্যক্তির। যিনি আরো ১০ বছর আগে মারা গেছেন।' এই কথা শুনে আমরা যেন অজ্ঞান হয়ে যাই এমন উপক্রম। তারা আমাদের তাদের মৃত্যুর খবরও দেখায়। তারা এক বাস দুর্ঘটনায় মারা যায়। তাদের মৃত্যুটা খুবই মর্মান্তিক ছিল। তারা যখন তাদের গ্রামের বাড়ি থেকে ঢাকায় ফিরছিল,তখন তাদের বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। সেখানে তারা মৃত্যুবরণ করে। তাদের পরিবার বলতে ছিল, তিনি, তার স্ত্রী এবং তার ছোট এক মেয়ে। সেই বাস দুর্ঘটনায় পুরো পরিবারটি শেষ হয়ে যায়। তারপর, আমরা সেই মানিব্যাগটি থানায় জমা দিয়ে বাসায় ফিরে আসি।

এখন প্রশ্ন হলো, যদি ১০ বছর আগে তিনি মারা যেয়ে থাকেন, তাহলে তার মানিব্যাগটি এত পরিপাটি কেন? ভিতরের জিনিসপত্রও খুব পরিষ্কার কেন? যদি আমরা মনে করি, এই মানিব্যাগটি অন্য কেউ ব্যবহার করেছে। তাহলে, ছবিটা সেই মৃত ব্যক্তির হতো না। আর ডকুমেন্টস গুলোও সেই মৃত ব্যক্তির হতো না।

Comments

    Please login to post comment. Login