ষড়ঋতু
-আবুবকর
ষড়ঋতুর দেশ,
বাংলাদেশ।
এই ঋতুর,
নাই যে শেষ।
গ্রীষ্ম,বর্ষা,শরৎ,
হেমন্ত,শীত,বসন্ত।
এই ঋতুর সৌন্দর্যের,
নাই যে কোনো অন্ত।
গ্রীষ্মে পড়ে,
কঠোর গরম।
বর্ষা করে,
প্রকৃতি নরম।
শরতের আকাশে,
মেঘ ভাসে।
ফসলের সুবাসে,
হেমন্ত আসে।
শীতে পড়ে,
প্রচন্ড শীত।
বসন্তে শুনি,
পাখিদের গীত।