শুরুটা ছিল হাসিমুখে
অরিত্র আর তৃষা। ছয় বছরের সম্পর্ক। ভালোবাসার গল্পটা শুরু হয়েছিল কলেজে, ধীরে ধীরে তা হয়ে উঠেছিল গভীর বন্ধন। তারা একসঙ্গে কতো স্বপ্ন বুনেছিল—একটা ছোট্ট সংসার, ভোরের কফি, ছুটির দিনে একসঙ্গে সিনেমা দেখা, আর একসঙ্গে বুড়িয়ে যাওয়ার গল্প।
তৃষা অরিত্রের জীবনে সবচেয়ে সুন্দর বাস্তবতা। আর অরিত্র ছিল তৃষার একমাত্র নিরাপদ আশ্রয়।
একদিন, সন্ধ্যায় বসে থাকা দুজন—
তৃষা: "জানিস, আমাদের বিয়ে হলে আমি কিন্তু তোর জন্য প্রতিদিন রান্না করব না!" অরিত্র (হাসি চাপিয়ে): "তাহলে আমি না হয় তোকে বিয়ে করলামই না!" তৃষা (রাগের ভান করে): "তাহলে তোকে আমি অন্য কাউকে বিয়ে করতেই দেব না!"
এমনই ছিল তাদের সম্পর্ক—ভালোবাসার খুনসুটি, অভিমান, রাগ, আর সীমাহীন ভালোবাসা। কিন্তু কে জানত, হাসিমুখের এই গল্পটা একদিন দুঃখের সমুদ্রে ডুবে যাবে?
পর্ব ২ শিগগিরই আসছে!
27
View