তোমার সাথে তুমি কথা বলো . . .
ভেবো তুমি ~ নিজেকে নিয়ে
শূন্য স্রোতের নদী যেমন
ভেসে এসে মিলে সাগরে
সেভাবেই, যেভাবে
ভাবনা গুলি তোমার আমার হয়ে
বাস্তবতাকে কাছে আনে টেনে
তুমি আঁকো স্বপ্ন আনমনে গিয়ে
কথা গুলো থাকবে তোমার স্মৃতি হয়ে
প্রাণবন্ত দোয়ার খুলবে কী আপনাতে ?
প্রশ্নটার উত্তর অজানা নাকি . . .
জোয়ার যেমন অপেক্ষা শেষে
সেইতো ভাটার টানে আসে ফিরে
তুমি বলেছিলে চেয়েছিলে জানতে নিজেকে . . .
কেনো ?
জানতে না নাকি ওরা দিয়েছিলে মোহো মেঘের ঘনঘটার ধিক্কার!
আর কি করে এই কোলাহলের ভিড়ে
এখনো আছো, ছিলে টিকে থেকে থাকার
বোধে আনমনেতে,
তুমি শুনেছিলে ডাক যখন দিয়েছিলে হাক
দেখেছিলে তুমি বিষণ্ন তফাত,
পক্ষপাতীত্বের ছকের সাজানো পেতানো ফাঁদ।
তবুও তো গিয়েছিলে কাছে তার ভালোবেসে...
বলে দিলে ভালোলাগার অযুহাত . . .
বুঝ দিতে পেরেছিলে কাউকে ?
পেয়েছিলে?
ভালো লাগার যে অদ্ভুত বিস্ময় দেখেছিলে ভেতরটাতে
তখন তো বলেছিলে,
এ ভাব যেন সকল জীবনকে ছুঁতে বারাক হাত,
কী পেলে !
দ্বিধান্বিত বাঁধার পাখিদের নির্মোহ নির্বাক নির্বান . .
তবে, তুমি তোমার তোমাকে পেয়েছো শব্দহীন শব্দের মাঝের ক্লান্তির ক্ষণিক সাধুবাদ . . .
শুনেছো?
আজ অনুভবে অনুভূতির পরাগ জাগিয়ে দিয়েছো
তবে আর কোনোই বা তাকে কেড়ে নিয়েছো?
অপেক্ষা তো সময়ের কদাচিৎ কিংকর্তব্যবিমূঢ় উপেক্ষার স্বভাব শুদ্ধ মমতার ক্ষিপ্ত বিরাগ ...