Posts

কবিতা

অনুপস্থিত 'নেই' নিজেই

February 12, 2025

তৌকির আজাদ

152
View

যখন, এক চিলতে রোদ এসে পড়েছিল  
আমাদের দেয়ালে, সেদিন সকালে, 
ঘুম ভাঙার একটু আগে ...

চিলতে রোদ

তখন,

স্বপ্নেরা কেবল পারি জমিয়েছে অন্দর খেয়ালে।

হয়তোবা, হেয়ালের অন্য কোনো দর্পণ দেয়ালে...

যেখানে, নাগরিক ক্লান্তি নেই, বাতাসে কোনো পেট্রোল পোড়া গন্ধ নেই, বিদ্বেষ, ক্ষোভ, লালসা, কুৎসা, কুটিলতা যেখানে অনুপস্থিত, কোথাও কোনো হতাশা নেই, নেই বিচ্ছেদ।

যেখানে, অনুপস্থিত 'নেই' নিজেই।

এখানে, স্বপ্নের কারখানা আছে।

সেখানে, সকলে একসাথে হয়ে আমাদের কল্পনা দেখে, না কোনো বিচারিক প্রক্রিয়া নয় এটা, কল্পনা দেখা হয় শুধু বিস্মিত  হতে।

'সুন্দর' আর কত  বৈচিত্র্যময় হতে পারে সেটাই দেখার পর্যালোচনা।

তারপর ভাবনার শুরু, নতুন নতুন  'সুন্দর' আঁকাআঁকির তোড়জোড়, আয়োজন।

চিন্তার রঙে রাঙানো হয় নতুন সব নতুনত্ব।

এই 'সুন্দর', আগের থেকে আরেকটু বেশি সুন্দর, পরেরবারের থেকে একটু কম।

সীমানাহীন 'সুন্দর' তাই 'অপেক্ষা' তৈরী করে, আরো নতুনতর সুন্দরের।

তারপর, আবারো আমাদের কল্পনায় ফেরা।

হঠাৎ, এক চিলতে আলো এসে জাগিয়ে তোলে আমাদের, ভেতরে, আদরে, কারণে-অকারণে বা সাদরে।

Comments

    Please login to post comment. Login