Posts

কবিতা

না ঈশ্বর না আমি

February 12, 2025

সুকান্ত সোম

100
View

এলোমেলো কিছু

তারপর সমস্তকে নির্বিষ করে দিয়ে

যেদিন থেকে ভাল লাগাকে সফেদ দানায় মিলিয়ে দিয়েছিলাম

অনাবিল বেদনার কাষ্টরুপকে অলিক করে

সেদিন থেকেই পিছু নিয়েছে অভাগারা,

আর কিছু নেই পিদিম জ্বালাবার।

চোখ ভিজিয়ে জলকে ছলনার আপাদমস্তক ব্যবহার দেখিয়ে জয়ী হয়েছিলাম

বিরুপতার নিদারুন উদাহরন আজো গল্পের খোরাক যুগিয়ে

বিহ্বল মুখ ভঙ্গীর এক দৃষ্টান্ত রেখে চলেছি

হায় ইশ্বর! এতো কারুকাজ মন্ডিত তুমি!

সেতো তোমার আসল রুপ নয়,

না আমার।

Comments

    Please login to post comment. Login