এলোমেলো কিছু
তারপর সমস্তকে নির্বিষ করে দিয়ে
যেদিন থেকে ভাল লাগাকে সফেদ দানায় মিলিয়ে দিয়েছিলাম
অনাবিল বেদনার কাষ্টরুপকে অলিক করে
সেদিন থেকেই পিছু নিয়েছে অভাগারা,
আর কিছু নেই পিদিম জ্বালাবার।
চোখ ভিজিয়ে জলকে ছলনার আপাদমস্তক ব্যবহার দেখিয়ে জয়ী হয়েছিলাম
বিরুপতার নিদারুন উদাহরন আজো গল্পের খোরাক যুগিয়ে
বিহ্বল মুখ ভঙ্গীর এক দৃষ্টান্ত রেখে চলেছি
হায় ইশ্বর! এতো কারুকাজ মন্ডিত তুমি!
সেতো তোমার আসল রুপ নয়,
না আমার।