মনরূপ মাঝে লুকোচুরি খেলে কইতে নানা কথা,লুকানো আছে মনগভীরে শত জনমের ব্যাথা। পাইনি খুঁজে কভু তারে বলার অবকাশ,না বলা মন খোঁজেনা সেথা হয়ে সে নিরাশ। ফুলগুলি সব ফুলদানিতে শুকিয়ে গেল একা,নিঃসঙ্গতায় কাঁদে বসে মন না পেয়ে তার দেখা।স্বৰ্গ ফুলের কুঁড়ি কুঁড়িয়ে,শত যতনের মালা,পরাবো কাকে? তুমি কি সেই নন্দিত প্রেমের জ্বালা?নিরব প্রতীক্ষা শুধু যে কাদায়,ছুটারই আঘাতে,বসে আছে মন ভবের কবরে,স্বপ্ন আঁধারী রাতে।আসবে কবে শুনতে আমার না বলা বেদনা,সেদিন রাখব বুকের মাঝে,যেতে কভু দেবনা। স্বর্গ রাজ্যের বাসর সাজিয়ে পুষ্প কুঞ্জের ঝাকে,হারানোর ভয়ে রেখে পাহারায় চৌদিক প্রেমটাকে।কয়েক বছর নিত্য আদায় প্রেম প্রিয়ার দর্শনে,প্রস্ফুটিত মন হবে উল্লাসিত পেলে প্রিয়জনের,বেদনার ইতি হবে নিঃশেষ আপন স্বর্গ মনে,দু মুঠোতে হাসি আর সুখ পাইলে এক সনে।