মেছো ভূত
-আবুবকর
মেছো ভূত অর্থ যে ভূতের মাছ খুব প্রিয়। তো এরকমই একটা মেছো ভূত ছিল আমাদের এলাকায়। সে থাকতো এক বিরাট বট গাছে। বটগাছটি ছিল খুবই পুরাতন। বটগাছটি ছিল একটা সরু রাস্তার পাশে। বটগাছটার আশেপাশে বেশি একটা বাড়ি ঘর ছিল না। সেদিন ছিল রবিবার। রাত তখন দশটা।গ্রামে রাত দশটা মানে অনেক রাত। আমি একটা ইলিশ মাছ কিনে সেই বট গাছের সরু রাস্তা দিয়ে বাড়ি আসছি। আমি যখনই বটগাছের সামনে আসলাম তখনই আমার পিছন দিয়ে বয়ে গেল এক ঠান্ডা শীতল বাতাস। আমি মনে করলাম এটা হয়তো আমার মনের ভুল। আমি একটু সামনে এগোলাম। তখনই আমি পিছন থেকে গাঢ় কণ্ঠে শুনতে পেলাম, 'ইলিশ মাছটা দিয়ে যা'। আমি ভয় পেয়ে গেলাম। আমি পিছনে ঘুরে দেখি একজন ৫০ থেকে ৬০ বছরের লোক। লোকটির চাদর গায়ে দিয়ে আছে। একটু লক্ষ্য করে দেখলাম লোকটি চাদরের নিচে কিছু পড়েনি। লোকটি আমাকে বলল, 'মাছটা দিয়ে যা, না হলে তোর অনেক বড় ক্ষতি হবে'। আমি বললাম, 'মাছটা আমি দিতে পারবো না'। এই বলে আমি হাটা শুরু করলাম। সরু রাস্তার শেষে এসে লোকটি আমাকে আবার বলল, 'মাছটা দিয়ে যা'। এই কথা শুনে আমি এক দৌড় দেই বাসার দিকে। মেইন গেটের সামনে এসে আমি অজ্ঞান হয়ে যাই। আমার জ্ঞান ফেরে সকালে। তারপর আমার অনেক জ্বর আসে। ১ থেকে ২ সপ্তাহ পর আমার জ্বর ঠিক হয়। যখন এই ঘটনা মনে পরে, তখনই শরীর শিউরে ওঠে।
19
View
Comments
-
Samiha Sinta 1 week ago
Nice good job 👏🏻