সর্বহারা
---শাহাদাত সুফল
ভাবছি বসে আঁকছি আমি
পদ্মা নদীর ঢেউ,
ঢেউ হারানো নদীর মতো পথ হারানো কেউঃ
ইজরায়েলি অত্যাচারে
বিদ্ধ বুলেট বুকে নিয়ে
আমার কাছে আসে একটা রক্তিম লাল গোলাপ নিয়ে;
আমি তাকে কী দিবো আর
ফোরাত কিংবা দজলা নদীর জলের মতো
আমার দুইটা চক্ষু ছাড়া!
আমি তো এক উদ্ভ্রান্ত পথিক কেবল-
এই দুনিয়ার সর্বহারা;
আমারই তো খুনের নদী-
বাংলাদেশের জন্মাবধি,
সংবিধানে,
জুলাই-আগস্ট আমজনতার ইনকেলাবে,
কবর যখন খোঁড়া ছিলো ফ্যাসিবাদের হস্তরেখায়,
তখন খোদার ফেরেশতারা
ভুলে ছিলো লিখতে তাদের আমলনামা;
আজ যদিও নাতিদীর্ঘ আলোচনার মঞ্চে বসে অধিকারের বুলি ফোটায়, ফিলিস্তিনের যুদ্ধদিনের
ঘর হারানো-প্রাণ হারানো অমানিশায়
জলপাই বন উজাড় হওয়া রুহের জ্যোতি;
আমার কেবল একটি কথা তাদের প্রতি-
খুনে রাঙা জীবন নদী- বাংলাদেশের জন্মাবধি
বয়ে যাচ্ছে আমার পাশে;
আপনারাই বিচার করুন- কি লাভ আর কিইবা ক্ষতি
মুসার লাঠি ভাঙতে যদি যায় তলিয়ে-
ফেরাউনের দল-বলেরা অনায়াসে;
রচনাকালঃ
১৯-১১-২০২৪ খ্রিঃ।