Posts

কবিতা

আত্মাহুতি

February 12, 2025

ডাঃমোঃ তরিকুল ইসলাম

Original Author ডাঃমোঃ তরিকুল ইসলাম

19
View

আমি এসেছি হাসপাতালে পেশার চর্চা করতে
রোগীর শয্যায় কষ্ট ভাগ করতে, কিছু প্রবীণ প্রাণে 
নবীনের বল দিতে, সাহস দিতে কথার স্বজোরে

আমি আসিনি কোন অকাল মৃত্যুর স্বাক্ষী হতে
কিন্তু প্রতিদিন নীড়ে ফিরে ভাবি কিছু মৃত্যুর 
অশ্রু  ছাড়িয়ে গিয়েছে অসীম আকাশের মেঘমালা


কিছু প্রাণ, তরুণ অরুণ মিশে ঝরে যায় ভুলে মিশে
গল্পের ছলে নেশায় ডুবে অকালে হারিয়েছে মূল্য, জীবনে 
বোধহীন জীবন অকালে নিভেছে আত্মাহুতির ছোবলে

প্রভাতের স্নিগ্ধ আলোর মত ফুটন্ত  জীবন 
কত শত আশার, স্বপ্নের সারথী প্রিয়জন
ভালোবাসার অসীমে লালন, তবু ভুলে হারিয়ে যাচ্ছে কেন
নিত্য দিব্য প্রতিক্ষণ!

ভুলের সুরক্ষা দিচ্ছে প্রকাশ্যে  আদরে গদগদ মন
ভুলের মূল্য কে দিয়েছে মেঝেতে শুয়ে সারাক্ষণ?
ক্ষণিকে কেমনে হয় মূল্যহীন জীবন?

আজ এত অসহিষ্ণুতা ছড়িয়েছে কোন রঙিলা  
ভুবন জুড়ে
সামান্যে প্রাণ বিলিয়েছে সভ্য জগতে মানব মন!
সভ্য কি প্রাণের মায়া  নিয়েছে কেড়ে, রঙের ছলে?

ধর্ম দিয়েছে গোড়ার ঘরে, লজ্জা নিয়েছে সভ্য কেড়ে
মায়ার বন্ধন স্বার্থের তীরে, প্রাণ দিয়েছে শতক পূর্বে
মনুষ্যত্ব লুকিয়েছে  অর্থের থলে, মুখ উঠিয়েছে সমাজ
নতুন তালে
নিত্য তালে, ঢাকের দোলে  পোশাক ছিড়েছে বুকের তলে
ঠোঁটের কোণে ঢুকে পরেছে আভিজাত্যের ধোঁয়া

ধোঁয়ার মোহে উদ্দাম নৃত্যে নরনারী গৃহ ছাড়ি, 
ছড়িয়েছে সভ্য পথে
মিশিয়ে মিশিয়ে পথ ধোঁয়া- কাঁদা,বালুকাকণা হয়েছে উর্বর সবুজায়ন
পরিচয়হীন সবুজ দুর্গন্ধ পদ্মের মত পথে পরে পঁচে
মনুষ্যত্ব হীন সভ্যে মূল্যহীন হতে এইটুকু সময় বাকি থাকে।


ডাঃমোঃ তরিকুল ইসলাম 
সহকারী রেজিস্ট্রার 
তারিখঃ২৭/১২/২৪

Comments

    Please login to post comment. Login