ইতিহাসে সবচেয়ে বেশি বিক্রি হওয়া বইয়ের তালিকায় রয়েছে ব্রাজিলিয়ান উপন্যাসিক পাওলো কোয়েলহোর বিখ্যাত উপন্যাস ‘দ্য আলকেমিস্ট’। সম্প্রতি কোয়েলহো তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে এই তথ্য জানিয়েছেন।
২ জানুয়ারিতে দেওয়া ওই পোস্টে ইতিহাসে সবচেয়ে বেশি বিক্রি হওয়া ১০টি বইয়ের একটি তালিকা প্রকাশ করেন কোয়েলহো। একইসঙ্গে এই বইগুলো কত কপি বিক্রি হয়েছে তার আনুমানিক একটি সংখ্যাও দেওয়া হয়। ওই তালিকার ১০ নম্বরে রয়েছে 'দ্য আলকেমিস্ট'। বইটি এ পর্যন্ত প্রায় ১৫০ মিলিয়ন কপি বিক্রি হয়েছে।
উল্লেখ্য, দ্য আলকেমিস্ট উপন্যাসটি ১৯৮৮ সালে প্রথম প্রকাশিত হয়। কোয়েলহো পর্তুগিজ ভাষায় বইটি লিখেছিলেন। এটির ইংরেজি অনুবাদ ১৯৯৩ সালে প্রকাশিত হয়।
ইতিহাসে সবচেয়ে বেশি বিক্রি হওয়া বইয়ের তালিকাটি নীচে দেওয়া হলো:
১. দ্য বাইবেল (৫ বিলিয়ন)
২. লিটল রেড বুক (১.১ বিলিয়ন)
৩. দ্য কোরআন (৮০০ মিলিয়ন)
৪. দ্য ভগবত গীতা (৫০৩ মিলিয়ন)
৫. ডন কুইক্সোট (৫০০ মিলিয়ন)
৬. অ্যা টেল অব টু সিটিজ (২০০ মিলিয়ন)
৭. দ্য লিটল প্রিন্স (২০০ মিলিয়ন)
৮. দ্য বুক অব মরমন (১৯০ মিলিয়ন)
৯. দ্য লর্ড অব দ্য রিংস ( ১৫৫ মিলিয়ন)
১০. দ্য আলকেমিস্ট (১৫০ মিলিয়ন)