জানো নাকি, মেঘের কত আড়াল?
আড়ালে আড়ালে তার কত বর্ণের বিভাস!
তারও গভীরে আছে, কিছু একান্ত অন্ধকার
মানুষের চোখ—আর চিনেছে কতটা!
মেঘের গন্ধ মেখে মেখে, কাটে যার সারা বেলা
সেও কি পেয়েছে খোঁজ?
সেই আড়ালের? সেই অন্ধকারের?
সেও কি বলতে পারে
কতটা আঁধার জমে, দু’ফোঁটা জলের তরে!
জুলাই ২০১৯
12
View