Posts

গল্প

ভালোবাসা মিথ্যে।

February 13, 2025

Sayma Akter

116
View

ঈশান:কি করছো? 
ঈশিতা:ছবি আকঁছি।
ঈশান:এটাতো আমার ছবি।
ঈশিতা:হ্যাঁ, ছবি একেঁ দেখছি তোমাকে বর সাজলে কেমন লাগবে..?
ঈশান:আমাকে যে এত ভালোবাসা যদি শেষ পর্যন্ত নিজের করে না পাও, তাহলে? 
ঈশিতা:তাহলে সারা জীবন তোমার স্মৃতি নিয়ে বেঁচে থাকবো। তবে, তুমি চাও বা না চাও একদিন তুমি আমাকে ভুলে যাবে।(তাচ্ছিল্যের হাসি হেসে)

ঈশান:কিভাবে?( রাগান্বিত হয়ে )
ঈশিতা:তোমাকে যদি আমি না পাই তবে তুমি থাকবে অন্য কারোর। তোমার সাথে তার বিয়ে ঠিক হবে। আমি হয়তো তোমার স্মৃতি নিয়ে থাকবো। আচ্ছা ভাবো তো যেখানে আমি সবসময় নিজেকে কল্পনা করেছি, সেখানে কিভাবে অন্যকে দেখব?।আসতেছে তুমি আমাকে ভুলে তা কি গুরুত্ব দেওয়া শুরু করবে। একদিন তোমাদের ধুমধাম করে বিয়ে হবে। হাজারো খুশি নিয়ে তোমার এবং তার  দিন কাটতে থাকবে। একদিকে তোমার সুখ অন্যদিকে আমার দুঃখ।এই ভাবে তোমার সাথে আমার যোগাযোগ বন্ধ হয়ে যাবে।কেউ কারো সাথে কথা বলবো না। তখন তুমি একজন আদর্শ স্বামীর কর্তব্য পালন করতে থাকবে। আমি তখন আমার পড়ালেখার জীবন নিয়ে ব্যস্ত থাকবো। প্রায় কিছু বছর পর, তোমাদের ঘর আলো করে একটা ছোট্ট ফুটফুটে সন্তান আসবে। তখন তুমি আরো বেশি ব্যস্ত হয়ে পড়বে। অফিসের কাজে। ততদিনে আমিও গ্রাজুয়েশন কমপ্লিট করে ফেলব। একটা চাকরি নিব। তবে, 
একদিন আমি পার্কে হাঁটতে গেলাম এবং তখন হাঁটতে হাঁটতে হঠাৎ তোমার সাথে আমার দেখা হয়ে গেল। তোমার হাত ধরে হাঁটছে এক ছোট্ট ফুটফুটে শিশু। তার পাশেই তার মা।তুমি আমি দুজনে দুজনকে দেখলাম। দুজনের চোখের কোনে জল। হঠাৎ আমার গাল বেয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। তবে দুজনের মুখেই এক বিষন্নতার হাসি(তাচ্ছিল্যের হাসি হেসে)। আস্তে আস্তে দুজনেই দুজনের পাশ কেটে চলে গেলাম। তখন তোমার মনে পড়তে থাকবে আমাকে দাও হাজার প্রতিশ্রুতির কথা😅।তুমি বুঝতে পারবে আমার মত করে কেউ তোমাকে কখনো ভালবাসতে পারেনি, খেয়াল রাখতে পারিনি। তবে এত কিছুর পরেও আমি চাইবো, তুমি ভালো থাকো, সুখে থাকো। পৃথিবীর সকল সুখ দিয়ে পরিপূর্ণ হোক তোমার জীবন☺️❤️‍🩹।

(ততক্ষণে ঈশানের চোখে পানি চিক চিক করছে) 
ঈশান:আমার পরে আর কাউকে ভালবাসতে পারবি? 
ঈশিতা:হয়তো পারবো নাহ্।কারণ তোমার প্রতি আমার ভালোবাসা মিথ্যে ছিল নাহ্ ☺️🖤।

(ভুল ত্রুটি থাকলে ক্ষমা করবে। একটি সত্য ঘটনা থেকে inspired হয়ে লিখেছি☺️।যদিও ঘটনা টা আর ভিন্ন ছিল,তবে নিজের মতো লিখতে পেরেছি এতেই খুশি☺️❤️।আসা করি ভালো লাগবে।)

Comments

    Please login to post comment. Login