ছোটোবেলায় যখনই কেউ জিজ্ঞেস করতো -কি হতে চাস? চোখ বন্ধ করে জবাব দিতাম-চায়ের দোকানদার। এতোকিছু থাকতে চা'র দোকানদার কেনো?! আমার এমন এইম ইন লাইফ দেখে আমার মা যারপরনাই হতাশ হয়েছিলো।বুঝতেই পারছিলাম আমার জীবনের উদ্দেশ্য আমার মায়ের মনকে খানখান করে দিয়েছিলো।
আসলে হয়েছে টা কি-ছোটোবেলায় পাশের এক দোকান থেকে প্রতিদিন নানরুটি আনতে যেতাম। দোকানের যিনি মালিক উনার পাঁচটা মেয়ে ছিলো। আমি যখন রুটির জন্য লাইনে দাঁড়াতাম তখনই উনার মেয়েরা মক্তব হতে এসে নাস্তা করতে বসতো এবং যার যা পছন্দ সেটাই চেয়ে নিতো,দোকানের কর্মচারীরাও মালিকের মেয়ে বলে খুবই সমাদর করতো।সেই ছোট বয়সে আমার মনে হতো এই দোকানদার অনেক বড়লোক তাই আমাকে বড় হয়ে এমনই একটা দোকানের মালিক হতে হবে।
ছোট হতে বড় হলাম-স্কুল,কলেজ,ইউনিভার্সিটি শেষ করলাম।জীবনে কতবার যে জীবনের লক্ষ্য পরিবর্তন হলো তার ইয়ত্তা নেই।কখনও নিজের ইচ্ছেতে,কখনো বা পারিপার্শ্বিক পরিবেশের চাপ।
জীবনের রোলার কোস্টারের চাপে আমরা আসলে ভুলেই যাই যে, জীবন নিয়ে আমরা যতপ্রকার পরিকল্পনা-ই করে থাকি না কেনো জীবনের আমাদের নিয়েও একটা পরিকল্পনা থাকে। কখনও তা আমার প্ল্যানমাফিক চলে,কখনওবা সম্পূর্ণ প্রতিকূল। তবে দিনশেষে প্রকৃতির কাছে নিজেকে সমর্পণ করাটাই আমাদের নিয়তি।