Posts

চিন্তা

এ দৌঁড়ের শেষ কোথায়?

February 14, 2025

Sanzeeda Sirajee

32
View

ক্লাসে ফার্স্ট হতেই হবে, রোল এক হতে না পারলে জীবন বারো আনা-ই বৃথা,ভালো স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়তে না পারলে জীবন চৌদ্দ আনা-ই বৃথা আর দিনশেষে বিসিএস ক্যাডার হতে না পারলে জীবন ষোলো আনাই বৃথা হয়ে যাবে।হায় হায়! সমাজে মুখ দেখাবো কী করে? 


 

এই যে একটা জীবন আমরা এমন দৌঁড়ের উপরেই কাটিয়ে দিই-দিনশেষে কি পাই বলুন তো? একটু শান্তি, একটু আরামের জন্য আমরা জীবনের এতো মূল্যবান সময়গুলো দুশ্চিন্তা আর উদ্বিগ্নতায় কাটিয়ে দিই।কতটুকুই বা শান্তি পাই? 


 

সবাই সারাক্ষণ বলতে থাকে দৌঁড়াও,দৌঁড়াও।তোমাকে পারতেই হবে,না পারলে জীবন বৃথা।

কেউ কেনো বলে তুই আয়,একটু বস,একটু আদর খেয়ে যা।

জীবনে এতটুকুই তো চেয়েছিলাম।

Comments

    Please login to post comment. Login