Posts

কবিতা

এ কেমন দহন

February 14, 2025

Sanjida akter

Original Author সানজিদা আক্তার

81
View

                   অপেক্ষার প্রহর

                 সানজিদা আক্তার 

              

অপেক্ষা মানে ঝরাপাতা, সময়ের স্রোতে ভেসে যায়,
অপেক্ষা মানে নীরব রাত, চাঁদের আলোয় ঘুম যে পায়।

বাতাস যখন নামে ধীরে, ফিসফিসিয়ে কিছু বলে,
হৃদয় তখন চুপটি করে, অপেক্ষার গল্প তোলে।

দূর আকাশে ভাসে মেঘ, জানে না সে কতক্ষণ,
বৃষ্টি নামে, তবু থাকে, অপেক্ষারই এক জীবন।

শুকনো পথে ধুলো উড়ে, কেউ কি আসবে ফিরেও?
অপেক্ষারই শেষ কবে, জানা যাবে নাকি ঢেরও?

তবু আশার প্রদীপ জ্বলে, ঘরের কোণে মৃদু আলো,
একদিন সে আসবেই তো, ভাঙবে বুকে বাঁধা তালো!

Comments

    Please login to post comment. Login