ঝুম বৃষ্টি পড়ছে। জানালার কাঁচের ওপারে অস্পষ্ট শহর। মেহরিন জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে আছে। কয়েক মাস হলো সে বিধবা হয়েছে। তার জীবন যেন থমকে গেছে।
তার চারপাশের মানুষজন ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে গেছে, কিন্তু সে পারেনি। রাতের পর রাত নির্ঘুম কাটে, একা বিছানায় শুয়ে আরিফের কথা মনে পড়ে।
তার ফোনটা বেজে ওঠে। স্ক্রিনে জ্বলজ্বল করছে সায়ন'এর নাম।
This is a premium post.