গোধূলির আলোয় আমি খুঁজেছি শুধু একটাই মুখ
সে মুখ যেন তার
চিরকাল যে চেনা
ভীষণ কাছের
তবুও ভীষণ একা
যেমন হাইওয়ের পাশের সেই ছোট্ট চায়ের দোকানটা
যেমন হারিয়ে যাওয়ার আগে রংয়ের বাক্সের সাদা রংপেন্সিটা
যেমন আলমারিতে তুলে রাখা সবচেয়ে ভালো জামাটাটা
যত্ন নেই আদর নেই শুধু ভালোবাসা কিংবা ভালোলাগা
একাকীত্বের বেড়াজাল ছিড়ে কতবার ডেকেছে তোমায়
সাড়া নেই
তবু সাড়া নেই
আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে থাকা সে মুখ তবু কি নিদারুণ নির্লিপ্ত, ফুলের মৃত্যুতে যার বুক কাপে না
সে মুখ জানি তোমার নয়
সন্ধ্যার শেষ আলো তবুও জানান দেয় পাখির মতো তোমার চলে যাওয়া কিংবা আমার একাকীত্ব
যদিও ভীষণ একা
তবুও
খুঁজিনা তোমায় আর ভোর অথবা সন্ধ্যায়
অন্ধকারের চাদর গায়ে একবার আসতেওতো পারো