Posts

কবিতা

হাবিজাবি

February 15, 2025

Mimi Roy

162
View

গোধূলির  আলোয় আমি খুঁজেছি শুধু একটাই মুখ 
সে মুখ যেন তার
চিরকাল যে চেনা 
ভীষণ কাছের

তবুও ভীষণ একা 
যেমন হাইওয়ের পাশের সেই ছোট্ট চায়ের দোকানটা 
যেমন হারিয়ে যাওয়ার আগে রংয়ের বাক্সের সাদা রংপেন্সিটা
যেমন আলমারিতে তুলে রাখা সবচেয়ে ভালো জামাটাটা

যত্ন নেই আদর নেই শুধু ভালোবাসা কিংবা ভালোলাগা 
একাকীত্বের বেড়াজাল ছিড়ে কতবার ডেকেছে তোমায়
সাড়া নেই 
তবু সাড়া নেই

আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে থাকা সে মুখ তবু কি নিদারুণ নির্লিপ্ত,  ফুলের মৃত্যুতে যার বুক কাপে না

সে মুখ জানি তোমার নয় 
সন্ধ্যার শেষ আলো তবুও জানান দেয় পাখির মতো তোমার চলে যাওয়া কিংবা  আমার একাকীত্ব


যদিও ভীষণ একা 
তবুও 
খুঁজিনা তোমায় আর ভোর অথবা সন্ধ্যায় 
অন্ধকারের চাদর গায়ে একবার আসতেওতো পারো 
 

Comments

    Please login to post comment. Login

  • Mimi Roy 10 months ago

    Please do share your opinions