একটা ধাক্কা
তৃষা কয়েকদিন ধরে খুব ক্লান্ত অনুভব করছিল। মাথা ঘোরানো, খাবারে অরুচি, মাঝে মাঝে তীব্র ব্যথা। প্রথমে ভেবেছিল সাধারণ কিছু, হয়তো কাজের চাপ বেশি ছিল।
কিন্তু দিন যত গড়াচ্ছিল, ব্যথা বাড়ছিল।
অরিত্র চাপাচাপি করায় তৃষা শেষমেশ ডাক্তারের কাছে গেল। রুটিন কিছু টেস্টের পর ডাক্তার রিপোর্ট হাতে নিয়ে গভীরভাবে তাকাল।
ডাক্তার: "আপনার ক্যান্সার ধরা পড়েছে... স্টেজ ফোর।"
তৃষা যেন কিছু শুনতে পেল না। আশেপাশের সব শব্দ স্তব্ধ হয়ে গেল।
বাইরে বেরিয়ে এসে সে ফাঁকা চোখে তাকিয়ে থাকল। জীবন যেন থেমে গেল এক মুহূর্তে।
পর্ব ৩ (শিগগিরই আসছে!)