বায়ু দূষণ
- আবু বকর
যদি কর দূষণ বায়ু ,
কমবে তোমার জীবনের আয়ু।
কলকারখানার কালো ধোয়া ,
পরিবেশের জন্য লাগে মায়া।
বায়ু দূষণ আনে এসিড বৃষ্টি ,
এই বৃষ্টি যে মানুষের সৃষ্টি।
করতে হবে দূষণ রোধ,
নিব পরিবেশের প্রতিশোধ।
কলকারখানার সংখ্যা কমাই,
বায়ু দূষণ দ্রুত এড়াই।