Posts

কবিতা

কি হবে ?

February 15, 2025

তৌকির আজাদ

160
View

কি হবে...


 

যদি ডিজিটাল পর্দায় কিছু অভিনয় দেখে হাসি পায় কিংবা কান্নার সাথে মিশে আবেগ...


 

কি হবে,


 

যখন বিজ্ঞাপনের লেলিয়ে দেয়া কেনার হাটবাজারের কিনতে থাকতে থাকার ব্যস্ততার ভিড়ে মন মগ্ন রেখে...


 

কি হবে, আত্ম চিন্তায় নিজেকে ঘিরে শুধু শুধু নিজ আমিত্বকে গড়তে থাকাতে দৌড়ে বেরিয়ে...   


 

কি হবে,


 

যখন দুশ্চিন্তা গুলির চাপে স্বচ্ছ চিন্তার বাস্তবতা এড়িয়ে থাকে অযাচিত ভাবের সাথে খেলতে থাকলে...


 

কি হবে,


 

যদি কখনো ভুলে যাও নিজেকে.  নিজস্বতাকে. নিজ বোধের  বোধগম্য আপনাকে...


 

কী হবে এসবের শেষে?


 

মনে রাখবে...


 

স্বপ্ন দেখেছিলে কোনো এক সময়,


 

খোলা মেঠো প্রান্তরের মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা বটবৃক্ষের ছায়াতলে একা একা বসে দিগন্তের যে শেষ নাই তা দেখতে থাকতে,

ভাবতে, সোনালী সূর্যের আলোক আভায় ঝকঝকে নদী স্রোতের খেলা দেখবে কারো হাত ধরে,

অট্টালিকার ছাদে বা বারান্দার উঁকি দিয়ে চেয়ে রবে পৃথিবীর দিকে ~ যদি ফিরে তাকায় প্রাণ প্রকৃতির অস্তিত্ব...


 

অপেক্ষারত থাকতে যদি হঠাৎ এককাপ চা পেয়ালা সাথে নিয়ে এসে বলবে, 'এই চা খাও'...


 

মনে আছে?


 

সময়ের অবাধ্যতা আবেগের বেগে তাচ্ছিল্যের হয়ে কিছুই বলতো না তোমাকে...


 

আপনার তালে তাল ঠিক রেখে  সত্যি বেঁচে থেকে কাটাতে আপন সময় স্বাচ্ছন্দ্যে...


 

কেউ বাঁধা দিতো না...


 

তবে,


 

আজ কেনো জানি বড্ড তারাহুরো!


 

ছুটে বেরানোর  ফন্দি গড়তে অভ্যস্ত হওয়ার চেষ্টায় মগ্ন থেকে কি হয়েছো সেটাই ভাবতে ভুলেছো...


 

ভুলো নাই, জানি সেটা....


 

মনে রেখেছো, ' মনে আছে সেটা ভুলে থাকতে শিখছো'...


 

তাহলে, এটাও কী ছলনা নয়?


 

যেটাই আছো সেটা মেনে নেয়াতে যে আসলে নিজের মন কে মানিয়ে নেয়ার ভুল সেটা বুঝেছো তো ~ না বোঝার কিছু কী?


 

'কি হবে'.  'কি হবে'. 'কি হবে'...  শুনলে মনে রেখো এখন,

'কি আছো, কেমন আছো, এই কেমন আছোটাই আসলে সত্যতা, আক্ষেপ মিথ্যের অসভ্যতা।


 

তুমিজান তুমি কী আছো . . . 


 

Comments

    Please login to post comment. Login